৩০ এপ্রি, ২০১১

পাখি আর পাখির ডিম

অরিত্র বাবু কক্সবাজার সমুদ্র সৈকতে গেছেন প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে। সমুদ্রের কাছে গিয়ে নামতে ইচ্ছে হলো পানিতে।

ড্রেস শর্ট করে সমুদ্রে নামতে যাবেন, কাছেই ২/৩ জন ষোড়শীর শর্ট ড্রেস দেখে অরিত্র বাবুর শরীরে ঘাম দেখা দিলো।

তিনি একটু বেশিই সেনসেটিভ।

দৃশগুলো সইতে পারেন না।

আর তাই শর্টপ্যান্টের সামন দিক উঁচু হতে থাকলো। ভয়, লজ্জা আর হিন্মতা নিয়ে এদিক সেদিক তাকালেন কেউ দেখছে না তো?

১৫ এপ্রি, ২০১১

শুভ নববর্ষ

"এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥"



দেখতে দেখতে কেটে গেলো কতগুলো সময়, কত স্মৃতি আরোও কত কিছু।
চলে গেলো বাংলা বছর ১৪১৭ এসে গেলো নতুন বছর ১৪১৮।
নতুন বছর নতুন সম্ভাবনা। পুরনো বছরের সব দুঃখ ভুলে গিয়ে আমাদেরকে নতুন ভাবে শুরু করতে হবে। তাই নতুন এই বছরে সবাইকে আমার শুভ কামনা জানাই।

আর সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, কাছে থাকুন সবসময়।

১১ এপ্রি, ২০১১

রবিবারের জোকস

১। নির্বাচনের প্রার্থীকে জিজ্ঞেস করছেন সাংবাদিকঃ আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন?
-আপনি কি দেখতে পাচ্ছেন না, চারদিকে কী ঘটছে? সরকারি লোকেরা আমোদ-প্রমোদে মত্ত, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ।
-আপনি এর বিরুদ্ধে লড়ার জন্যই নির্বাচন করছেন?
-পাগল নাকি! আমার কি আমোদ-প্রমোদ করতে শখ হয় না?

২। এক মার্কিন ও এক ভারতীয়র মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে—
মার্কিন: জানো, আমাদের দেশে বিয়ে ই-মেইলে হয়।
ভারতীয়: বাহ্, খুব ভালো তো। কিন্তু আমাদের দেশে বিয়েটা শুধু ফিমেলের (নারী) সঙ্গেই হয়।

৩। দুই ভোটার কথা বলছে-
প্রথম জনঃ গেছিলাম ভোট দিতে, দিতে পারলাম না। কে জানি আগেই আমার ভোটটা দিয়া গেছে।
দ্বিতীয় জনঃ তাতে কী! আমারটাও কে জানি দিয়া গেছিল, আমি আরেকজনেরটা দিয়া আসছি।
প্রথমজনঃ আমারে কি বেকুব ভাবছস? আমিও একই কাজ করছি!

৪ এপ্রি, ২০১১

৮০-৯০ দশকের একটি ভালো লাগা মুভি

মি ইংরেজি মুভির বিশেষ ফ্যান, আজকে এই মুভিটা দেখে খুব ভালো লাগলো, এই মুভিটা খুবই রোমান্টিক। এর নাম হল When Harry Met Sally (1989),
IDMB এর লিঙ্ক দেখুন। ৭,৭ রেটিং পাওয়া মুভি এটি। খারাপ হয় কি করে? পিঃ



সংক্ষিপ্ত বিবরণঃ হ্যারি আর স্যালি দুইজনের পরিচয় হয় তাদের এক মেয়ে বান্ধবির মাধ্যমে। তারা একসাথে নিউ-ইয়র্কে লংড্রাইভে যায়, সেখানে স্যালি হ্যারিকে লিফট দেয়। হ্যারি খুব চটপটে আর স্যালি একটু সহজসরল।

নিউ-ইয়র্কে ওরা জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। কয়েক বছর পর তাদের আবার দেখা হয়। এই সময়ের মধ্যে হ্যারি'র স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, স্যালি'রো ডিভোর্স হয়। দুইজনই একাকীত্বে ভুগে, ফলে তাদের মধ্যে ভালো একটি বন্ধুত্ব হয়।
কিন্তু তাদের মাঝে ভঁয় থাকে যে সেক্সের কারণে তাদের বন্ধুত্ব নষ্ট না হয়ে যায়। ভয়টা এইরকম - "Can a man and a woman be friends, without sex getting in the way?
মুভিটির গল্প এগিয়ে যায় দুইজনের ভালবাসা খোজার প্রবল চেষ্টা আর ব্যার্থতা দিয়ে। এরপর নানারকম ঘটনার মাধ্যমে মুভিটি সমাপ্ত হয়।

মুভিটি দেখার ইচ্ছে হলে ডাউনলোড করতে পারেন এইখানে...

১। ডাইরেক্ট ডাউনলোড লিংক
২। টরেন্ট ডাউনলোড
(বিঃদ্রঃ টরেন্ট ডাউনলোড করার জন্য এই BitTorrent সফটওয়্যার ইন্সটল করা লাগবে)

মুভি দেখুন আর আনন্দ উপভোগ করুন। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

৩ ধরনের জোকস

১। পলিটিক্যাল জোকসঃ

ভারতের তার ও টেলিফোনমন্ত্রী গেছেন ফ্রান্সে। ফ্রান্সের তার ও টেলিফোনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। ফ্রান্সের তার ও টেলিফোনমন্ত্রী তাকে নিয়ে গেলেন এক জংলামতো জায়গায়। বললেন, মাটি খুঁড়ুন। ভারতের মন্ত্রী মাটি খোঁড়া শুরু করলেন। দশ ফুট মাটি খোঁড়ার পর পাওয়া গেল এক জীর্ণ টেলিগ্রাফের তার। ফ্রান্সের মন্ত্রী বেশ গর্বের সঙ্গে বললেন, ‘দেখলেন তো, দুইশ’ বছর আগেও আমাদের দেশের টেলিফোন সেক্টর অনেক এগিয়েছিল। তখন আমরা টেলিগ্রাফ ব্যবহার করতাম।’
 কিছুদিন পরের কথা, ফ্রান্সের তার ও টেলিফোনমন্ত্রী এসেছেন ভারতে। এবার ভারতের মন্ত্রীও তাকে রাজধানী থেকে দূরে এক জঙ্গলে নিয়ে গেলেন। এরপর তাকে মাটি খুঁড়তে অনুরোধ করলেন। দশ ফুট-বিশ ফুট-তিরিশ ফুট খোঁড়া হল। এবার ফ্রান্সের মন্ত্রী বিরক্ত হয়ে বললেন কই কোন তারই তো পাচ্ছি না।
এবার বুক ফুলিয়ে জবাব দিলেন ভারতের তার ও টেলিফোনমন্ত্রী, তাহলেই বুঝুন দুইশ’ বছর আগেই আমাদের দেশে মোবাইল ফোনের প্রচলন ছিল।

২ এপ্রি, ২০১১

ইন্টারনেটে আপনার আমার দায়িত্বের কিছু টিপস

ইন্টারনেট আবিষ্কৃত হয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে এক যুগের বেশি সময় ধরে। তথ্য-প্রযুক্তির দ্রুত আদান প্রদানের মাধ্যম হিসেবে এর জনপ্রিয়তা এখন শীর্ষে। ইন্টারনেট মিডিয়াই একমাত্র মিডিয়া যেখানে লেখক ও পাঠকের মধ্যে সরাসরি তাৎক্ষণিক অনুভূতির আদান-প্রদান সম্ভব। ফলে, সর্বস্তরের মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ইন্টারনেট মিডিয়াই এখন সবচেয়ে জনপ্রিয় মিডিয়া।
মিডিয়া সবসময়ই দুই পক্ষের মাঝে মাধ্যম হিসেবে কাজ করে। প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া বা ওয়েব মিডিয়া -সবকটির ক্ষেত্রে একই কথা। দুই পক্ষের প্রথম পক্ষ লেখক, প্রেরক বা উপস্থাপক। আর দ্বিতীয় পক্ষ পাঠক বা প্রাপক। প্রথম পক্ষ এটাকে যেভাবে কাজে লাগাতে চায়, দ্বিতীয় পক্ষের কাছে তা সেভাবেই কাজ করে। প্রথম পক্ষ যদি একে মানবতা ও নৈতিকতার পক্ষে কাজে লাগাতে চায়, দ্বিতীয় পক্ষের কাছে সে কাজটিই তুলে ধরে মিডিয়া। আবার প্রথম পক্ষ যদি একে অশ্লীলতা ও নোংড়ামির পক্ষে কাজে লাগাতে চায়, দ্বিতীয় পক্ষের কাছে মিডিয়া তা-ই তুলে ধরে।
কাজেই মিডিয়া একটি নিরীহ বিষয়। যে যেভাবে তাকে ব্যবহার করতে চায়, সে নিঃসংকোচে নিজেকে সেভাবেই ব্যবহৃত হতে দেয়। এ বিবেচনায় মিডিয়াকে নিরপেক্ষ বললেও খুব বেশি বলা হবে না মনে করি।

১ এপ্রি, ২০১১

শেষ বিকেলের দুটি জোকস

১। ব্রিটিশ জোকসঃ

ব্রিটিশ উপনিবেশে এক উপজাতি ছিল যাদেরকে Nonmartil Race (যুদ্ধে অপটু) বলা হত।তখন তাদের নেতা অ্যলেক্স ডন ব্রিটিশ প্রশাসনকে ব্যাপারটা চ্যালেন্জ করলেন। আর ব্রিটিশ প্রশাসন তাদের সাহসের পরীক্ষা অ্যলেক্স ডনকে দিয়েই পরিকল্পনা করা হল। স্থির হল একজন সৈনিক পেছন থেকে অ্যলেক্স ডনের মাথায় থাকা টুপিতে গুলি করবে আর তিনি দাড়িঁয়ে থাকবেন।
গুলি করা হল, নেতার টুপি ফুটো হ্যয়ে গুলি বেড়িয়ে গেল। তিনি অনড় দাঁড়িয়ে রইলেন। তার এই সাহসিকতার জন্য সবাই সিদ্ধান্ত নিল তাদেরকে আর Nonmartil Race বলা যাবে না।
নেতাকে একজন বলল, আপনার টুপিটা নষ্ট হওয়ায় আমরা দুঃখিত। নতুন একটা টুপি আপনাকে আমরা দিচ্ছি।
অ্যলেক্স ডন মিন মিন করে বললেন, সম্ভব হলে সাথে একটা নতুন প্যান্টও দিয়েন। :P

মোবাইলে বাংলা ব্লগ/সাইট দেখার টিপস

বর্তমানে অনেক বাংলা ব্লগ/সাইট হয়েছে সাথে সাথে মোবাইলেও এইসকল সাইটগুলোর ভিজিটর সংখাও বেড়েছে দিনকে দিন। কিন্তু অনেকেই অভিযোগ করে থাকেন যে তারা তাদের মোবাইলে বাংলা দেখতে পারছেন না বা তাদের মোবাইলে হিবি-জিবি লেখা আসে।
মূলত যেসকল মোবাইল জাভা সাপোর্টে-ড সেসকল মোবাইল হতে বাংলা দেখা সম্ভব।
তো কিভাবে আপনার জাভা সাপোর্টে-ড মোবাইলে বাংলা দেখবেন? আপনার মোবাইলে বাংলা দেখতে হলে নিন্মোক্ত পদক্ষেপ আনুসরণ করুন ।

এই জন্য প্রথমেই ডাউন-লোড করে ফেলুন ‘অপেরা মিনি’ যদি না থাকে :
http://www.opera.com/mini/ 

এবার মোবাইলে অপেরা মিনি জাভা ফাইলটি ইন্সটল করে নিন। এইবার এপ্লিকেশনটি মোবাইল থেকে রান করান। তারপর কিছু সেটিংস পরিবর্তন করে নিন।

Cannot See Bangla! Solution is here...

Primary Steps:
Just Install Unicode Font
Click “Solaimanlipi” to direct download. (You can see more from “Omicronlab“.)
Then install the font into (‘Windows\Fonts’)

How to install the font :
( Click Start>Click Run…>Type ‘fonts’> Click Open> Then copy the ‘vrinda’ font and paste it).