১ এপ্রি, ২০১১

মোবাইলে বাংলা ব্লগ/সাইট দেখার টিপস

বর্তমানে অনেক বাংলা ব্লগ/সাইট হয়েছে সাথে সাথে মোবাইলেও এইসকল সাইটগুলোর ভিজিটর সংখাও বেড়েছে দিনকে দিন। কিন্তু অনেকেই অভিযোগ করে থাকেন যে তারা তাদের মোবাইলে বাংলা দেখতে পারছেন না বা তাদের মোবাইলে হিবি-জিবি লেখা আসে।
মূলত যেসকল মোবাইল জাভা সাপোর্টে-ড সেসকল মোবাইল হতে বাংলা দেখা সম্ভব।
তো কিভাবে আপনার জাভা সাপোর্টে-ড মোবাইলে বাংলা দেখবেন? আপনার মোবাইলে বাংলা দেখতে হলে নিন্মোক্ত পদক্ষেপ আনুসরণ করুন ।

এই জন্য প্রথমেই ডাউন-লোড করে ফেলুন ‘অপেরা মিনি’ যদি না থাকে :
http://www.opera.com/mini/ 

এবার মোবাইলে অপেরা মিনি জাভা ফাইলটি ইন্সটল করে নিন। এইবার এপ্লিকেশনটি মোবাইল থেকে রান করান। তারপর কিছু সেটিংস পরিবর্তন করে নিন।

যেমন :
Menu তে যান -> Tools এ গিয়ে -> Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন (এতে করে সকল লেখা বড় দেখা যাবে, যদি আপনার এটা প্রয়োজন না হয় তবে পরে পরিবর্তন করে আবার Meduim করে দিবেন) এবং Mobile view সক্রিয় করে (মানে টিক চিহ্ন বসিয়ে দিয়ে) সেইভ করুন। 

এরপরে ব্রাউজারের এড্রেস-বারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেইভ করুন।

এবার যে কোন ইউনিকোড সমর্থিত বাংলা সাইট ভিজিট করে দেখুন। আশা করি আপনি আপনার প্রিয় মোবাইলে বাংলা দেখতে সফল হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন