৪ এপ্রি, ২০১১

৩ ধরনের জোকস

১। পলিটিক্যাল জোকসঃ

ভারতের তার ও টেলিফোনমন্ত্রী গেছেন ফ্রান্সে। ফ্রান্সের তার ও টেলিফোনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। ফ্রান্সের তার ও টেলিফোনমন্ত্রী তাকে নিয়ে গেলেন এক জংলামতো জায়গায়। বললেন, মাটি খুঁড়ুন। ভারতের মন্ত্রী মাটি খোঁড়া শুরু করলেন। দশ ফুট মাটি খোঁড়ার পর পাওয়া গেল এক জীর্ণ টেলিগ্রাফের তার। ফ্রান্সের মন্ত্রী বেশ গর্বের সঙ্গে বললেন, ‘দেখলেন তো, দুইশ’ বছর আগেও আমাদের দেশের টেলিফোন সেক্টর অনেক এগিয়েছিল। তখন আমরা টেলিগ্রাফ ব্যবহার করতাম।’
 কিছুদিন পরের কথা, ফ্রান্সের তার ও টেলিফোনমন্ত্রী এসেছেন ভারতে। এবার ভারতের মন্ত্রীও তাকে রাজধানী থেকে দূরে এক জঙ্গলে নিয়ে গেলেন। এরপর তাকে মাটি খুঁড়তে অনুরোধ করলেন। দশ ফুট-বিশ ফুট-তিরিশ ফুট খোঁড়া হল। এবার ফ্রান্সের মন্ত্রী বিরক্ত হয়ে বললেন কই কোন তারই তো পাচ্ছি না।
এবার বুক ফুলিয়ে জবাব দিলেন ভারতের তার ও টেলিফোনমন্ত্রী, তাহলেই বুঝুন দুইশ’ বছর আগেই আমাদের দেশে মোবাইল ফোনের প্রচলন ছিল।


২। পুলিশিয় জোকসঃ

পুলিশের বড় কর্তা আনন্দের সঙ্গে জানালেন, আমাদের ডিপার্টমেন্টে ডগ স্কোয়াড যোগ হতে যাচ্ছে। কুকুররা গন্ধ শুঁকে আমাদের নিয়ে যাবে অপরাধীদের কাছে, দুর্নীতিবাজদের কাছে। উদ্বিগ্ন পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, ‘কিন্তু স্যার সেটা কি ঠিক হবে?’
: কেন?
: আমার মনে হয় কুকুররা সব জায়গা ঘুরে বারবার এই পুলিশ স্টেশনেই চলে আসবে।

৩। ইংরেজি ও আরবি:
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?
>: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
>: আরবিটা পারবে? ঠিক আছে বল |
>: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

আরোও জোকস পরুন
শেষ বিকেলের দুটি জোকস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন