১৫ এপ্রি, ২০১১

শুভ নববর্ষ

"এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥"



দেখতে দেখতে কেটে গেলো কতগুলো সময়, কত স্মৃতি আরোও কত কিছু।
চলে গেলো বাংলা বছর ১৪১৭ এসে গেলো নতুন বছর ১৪১৮।
নতুন বছর নতুন সম্ভাবনা। পুরনো বছরের সব দুঃখ ভুলে গিয়ে আমাদেরকে নতুন ভাবে শুরু করতে হবে। তাই নতুন এই বছরে সবাইকে আমার শুভ কামনা জানাই।

আর সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, কাছে থাকুন সবসময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন