২৬ ফেব, ২০১১

বৃষ্টির গান

এমনিতে আমার পুরনো গান খুব ভালো লাগে, আর বিশেষ করে বৃষ্টির দিনে এই গানটা শুনতে বেশ লাগে-

আকাশ এতো মেঘলা (সতীনাথ মুখোপাধ্যায়)

আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো নাকো আর

আঁধারো ছায়াতে
চেয়েছি হারাতে
দু'বাহু বাড়াতে
তোমারি কাছে
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
পূর্ন হৃদয় ভুলবে সেদিন
সময় শূন্যতার

আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।

http://www.esnips.com/doc/fbe66af0-d76c-4f78-8936-ebecf00ca445/Akash-Eto-Meghla---Satinath-Mukhopadhyay
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন